Print Date & Time : 10 September 2025 Wednesday 5:09 am

ঘাটাইলে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৪ নভেম্বর) মধ্যরাতে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পাকুটিয়া বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রক্তিপাড়া নয়াবাড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সাইদুর রহমান (৪৫) ও গাংগাইর পূর্বপাড়া গ্রামের মৃত মোকছেদ আলীর মেয়ে নাছিমা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়িগামী বিনিময় পরিবহনের দুটিবাস নিয়ন্ত্রণহীন গতিতে যাচ্ছিল। গাড়ি দুটি পাকুটিয়া বাজার সংলগ্ন বটতলী এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এসময় অটোরিকশার যাত্রীরা রাস্তার পাশে পড়ে গেলে হাত, পা ও শরীরের ওপর দিয়েই গাড়িটি অতিক্রম করে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় দুইজন ঘটনাস্থলেই মারা গেছে।’