নিজস্ব প্রতিবেদক: ঘুড়ি, ফানুস কিংবা গ্যাস বেলুন উড়ে এসে বৈদ্যুতিক লাইনের ওপর পড়ায় বেশ কয়েকবার ব্যাহত হয়েছে মেট্রোরেল চলাচল। বিষয়টি নিয়ে বেশ উৎকণ্ঠায় রয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আর তাই, মেট্রোরেলের পার্শ্ববর্তী ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস ও গ্যাস বেলুন ইত্যাদি কেউ যাতে ওড়াতে না পারে, সেই বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে চিঠি দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
গত ১১ ফেব্রুয়ারি ডিএমটিসিএল-এর সচিব মোহাম্মদ আবদুর রউফ এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে অনুরোধ জানিয়ে চিঠি দেন। চিঠিতে মেট্রোরেলের উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনে এ ধরনের বস্তুর কারণে যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
চিঠিতে গত ৭ ফেব্রæয়ারি দুটি ঘুড়ি ও ঘুড়ির সুতা পল্লবী থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশের বৈদ্যুতিক লাইনে আটকে থাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেনের চলাচল ব্যাহত হয় বলে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, মেট্রোরেলের রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকার ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস ও গ্যাস বেলুন ইত্যাদি বা অনুরূপ কোনো বস্তু যাতে ওড়াতে না পারে, সেই বিষয়ে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনস্বার্থে বিশেষভাবে অনুরোধ করা হলো।