Print Date & Time : 18 August 2025 Monday 10:19 pm

ঘুরে দাঁড়িয়েছে আর্থিক খাত  

 

রুবাইয়াত রিক্তা: বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে একটি কথা বহুল প্রচলিত রয়েছে তা হলো, এ বাজার উঠে শম্ভুক গতিতে আর নামে ঝড়ের বেগে। গত এপ্রিল ও মে মাসে ঝড়ের গতিতে সূচক পড়েছে। জুন মাসে সূচক কিছুটা উঠছে, তবে গতি খুব ধীর। প্রতিদিন ২-৪ পয়েন্ট করে উঠছে সূচক। আবার যেদিন পড়ছে সেদিন ২০-৩০ পয়েন্ট নেমে যাচ্ছে। গতকালও বাজারে সূচক বেড়েছে ৫ পয়েন্ট। সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে। গতকাল লেনদেন হয়েছে ৫৪৭ কোটি টাকা। মন্দা বাজারে এটাকে ভালো লেনদেনই বলা যায়। দীর্ঘদিন পর গতকাল আর্থিক খাতে চাঙাভাব ফিরেছে। এ খাতে লেনদেন হয়েছে ১১ শতাংশ বা সাড়ে ৫৩ কোটি টাকা। এ খাতের ২৩টি কোম্পানির মধ্যে ১৯টিরই দর বেড়েছে, কমেছে ২টির, অপরিবর্তিত ছিল ২টি।

এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪৬ কোটি টাকা। অন্য খাতগুলোর তুলনায় বস্ত্র খাত লেনদেনে অনেক এগিয়ে ছিল। এ খাতে লেনদেন হয় মোট লেনদেনের ২০ শতাংশ বা প্রায় ১০০ কোটি টাকা। এরপর ওষুধ ও রসায়ন খাতে ১৫ শতাংশ বা ৭২ কোটি টাকা। খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৫৭ কোটি টাকা। সব খাতেই কমবেশি লেনদেন বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে খাদ্য ও আনুষঙ্গিক, তথ্যপ্রযুক্তি ও সিরামিক খাতে।

বেশ কয়েকদিন ধরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিএটিবিসির বড় অঙ্কের লেনদেন হলেও ডিএসইতে ছিল দরপতনে। গতকাল কোম্পানিটি ডিএসইতে শীর্ষ লেনদেনকারী কোম্পানিগুলোর নেতৃত্ব দেয়। লেনদেনে শীর্ষ পর্যায়ের কোম্পানিগুলোর মধ্যে বিএটিবিসির প্রায় ৪৫ কোটি টাকা, সেন্ট্রাল ফার্মার ১৯ কোটি টাকা,  প্যারামাউন্ট টেক্সের সাড়ে ১৮ কোটি টাকা, অ্যাগ্রো ডেনিমের ১৮ কোটি টাকা, বিডি ফাইন্যান্সের ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সবগুলো কোম্পানির লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। তবে বেশি বেড়েছে অ্যাগ্রো ডেনিমের ৪ দশমিক ২ শতাংশ। দরবৃদ্ধিতে এগিয়ে ছিল শাইনপুকুর সিরামিকস, ফাইন ফুডস, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিডি ওয়েল্ডিং, বেক্সিমকো সিনথেটিকস, সাভার রিফ্র্যাকটরিজ, পিপলস ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ঢাকা ডায়িং, আরডি ফুড। এর মধ্যে বেশিরভাগই ‘জেড’ ও ‘বি’ ক্যাটাগরির কোম্পানি। এর মধ্যে ‘জেড’ ক্যাটাগরির সাভার রিফ্র্যাকটরিজের মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বেড়েছে ১০ শতাংশ। শাইনপুকুর সিরামিকসের ৭ দশমিক ৪৩ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ফাইন ফুডসের দর বেড়েছে ৬ দশমিক ৫৭ শতাংশ। সাধারণত দেখা যায়, ব্যাংক ও আর্থিক খাত ইতিবাচক হলে বাজার চাঙা থাকে। গতকাল ব্যাংক খাতে মন্দা থাকলেও আর্থিক খাত বেশ চাঙা ছিল। ঈদের পর এ খাত ঘুরে দাঁড়াতে পারে এ রকম একটি গুজব বাজারে রয়েছে। আর্থিক খাতের কারণে গতকাল সূচক ইতিবাচক ছিল।