ঘুষ নেয়ায় ভূমি কর্মকর্তাকে শোকজ

শেয়ার বিজ ডেস্ক: নিজের সরকারি অফিসের কক্ষে বসে দালালের মাধ্যমে প্রকাশ্যে ঘুষ নেয়ার ঘটনায় রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক বাবুল চন্দ্র সরকার ওরফে বাবু সাহেবকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রুপা রায় এ কারণ দর্শানোর নোটিস দিয়েছেন। গতকাল শুক্রবার বাবুল চন্দ্র সরকার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: ঢাকা পোস্ট।

জানা গেছে, ভূমি অফিসের কর্মকর্তা বাবুল চন্দ্র সরকার ঘুষ ছাড়া কোনো কাজই করতে চান না। সম্প্রতি বিভিন্ন অনিয়ম, ঘুষ বাণিজ্য ও হয়রানিসহ নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নামজারি, মিসকেসসহ গুরুত্বপূর্ণ কাজগুলো করতে গিয়ে সাধারণ মানুষ তার হয়রানির শিকার হন। তাকে ম্যানেজ না করলে মেলে না কোনো সমাধানের নিশ্চয়তা।

এদিকে এ কর্মকর্তার রুমে প্রকাশ্যে ঘুষ লেনদেনের সময় গোপনে ধারণ করা একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ডিভিওতে দেখা যায়, দুজন বৃদ্ধ নামজারির একটি কাজে তার হাতে টাকা তুলে দিচ্ছেন। এ কাজে তাকে সহযোগিতা করছেন ভূমি অফিসের এক দালাল। পরে প্রকাশ্যে ঘুষ নেয়ার বিষয়টি জানাজানি হলে নজরে আসে জেলা প্রশাসকের। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অভিযুক্ত বাবুল চন্দ্র সরকারকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়।