ঘূর্ণিঝড় ইউনিসে বিধ্বস্ত ইউরোপ, নিহত ৯

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে গত শুক্রবার ঘূর্ণিঝড় ইউনিস আঘাত হানে। এ ঝড়ের প্রভাবে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে জনজীবন। হাজার মানুষ বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। ঘণ্টায় ১২২ মাইল বেগে ঝড়টি আঘাত হানে। এতে লাখো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর: বিবিসি।

যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইউনিস অ্যাজোরস দ্বীপপুঞ্জ এলাকা হয়ে ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে।

বিধ্বংসী ঘূর্ণিঝড় ইউনিসে বিপর্যস্ত ইংল্যান্ড। ঝড়ের প্রভাবে কয়েকটি বাড়ির ছাদ উড়ে গেছে। রেললাইনের ওপর উপড়ে পড়েছে অনেক গাছ। এ কারণে বন্ধ হয়েছে রেল পরিষেবা। তিনজন নিহতের খবর পাওয়া গেছে।

আবহাওবিদরা জানান, সাম্প্রতিক কালে এমন ভয়ংকর ঝড় ইংল্যান্ডে এই প্রথম। শুক্রবার প্রথমে পশ্চিম ইংল্যান্ড উপকূলে জোর ধাক্কা দেয়। এরপর তার কর্নওয়ালে আছড়ে পড়ে। প্রবল ঢেউয়ে ভেসে যায় উপকূলীয় এলাকার বিস্তীর্ণ অঞ্চল। ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে বয় ঝড়। ঝড়ের বেগে লন্ডনের ও-টু অ্যারিনা স্টেডিয়ামের ছাদ উড়ে গেছে। লন্ডন ও দক্ষিণ ইংল্যান্ডের বেশ কয়েকটি এলাকায় নেই বিদ্যুৎ পরিষেবা। লন্ডনের গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলোয় প্রায় দুই লাখ মানুষ আটকা পড়েছেন। বিমানবন্দরে বাতাসের গতিবেগ এতটাই বেশি ছিল যে, পাইলটরা বিমান অবতরণ করতে বাধ্য হয়। তবে স্থানীয়দের নিরাপদ স্থানে নিতে জরুরি সেবাগুলো সচল রাখার চেষ্টা করছে প্রশাসন।

ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তর-পশ্চিম ইউরোপের দেশগুলো। ইংল্যান্ডের পাশাপাশি বেলজিয়াম, আয়ারল্যান্ড ও দি নেদারল্যান্ডসেও এ ঝড়ের মারাত্মক প্রভাব পড়েছে। এ দেশগুলোয় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। বিপর্যস্ত হয়েছে জনজীবন। নেদারল্যান্ডসের আমস্টারডামের কাছে গাছের

নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়ে বলে জানিয়েছে পুলিশ। দেশটির উত্তর গ্রনিনজেন এলাকায় প্রাণ হারিয়েছেন চারজন।