ঘূর্ণিঝড় মোখা : প্রস্তুত মীরসরাইয়ে ৮০টি সাইক্লোন সেন্টার

প্রতিনিধি, মীরসরাই (চট্টগ্রাম) : বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষয়ক্ষতি মোকাবিলায় চট্টগ্রামের মীরসরাইয়ে ৮০টি সাইক্লোন সেন্টার প্রস্তুত করেছে উপজেলা প্রশাসন । উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২ পৌরসভা মেয়রকে নিয়ে সভা করে প্রয়োজনীয় এই প্রস্তুতি সম্পন্ন হয়। সেই সাথে ইউনিয়ন পর্যায়ে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, শুকনো খাবার, বিশুদ্ধ পানির পর্যাপ্ত প্রস্তুতি আছে বলে জানান মীরসরাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান

তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষয়ক্ষতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। পৌরসভা ও ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে সভা করে প্রস্তুত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে শুকনো খাবারের ব্যবস্থা রয়েছে।

তিনি আরো বলেন, উপকূলীয় এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ে যেতে কোস্টগার্ড মাইকিং করে সতর্ক করছে। পুলিশ, আনসার, কোস্টগার্ড, সিপিপি, ফায়ার সার্ভিস টিম কাজ করছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে ১৬টি মেডিক্যাল টিম গঠন করা করা হয়।

সিপিপি মীরসরাই উপজেলার টিম লিডার এম সাইফুল্লাহ দিদার বলেন, ১০ ইউনিয়ন ও এক পৌরসভায় আমাদের ৮০ টিম মাঠে থাকবে। ৮০ টিমে এক হাজার ৬০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। যারা নিজ নিজ ইউনিটে প্রচারনার কাজ করছে। একটি টিমে ১০ জন পুরুষ ও ১০ জন মহিলা সদস্য রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ ক্ষয়ক্ষতির জন্য প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সরাঞ্জামসহ আমরা ১৬টি মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে।