শেয়ার বিজ ডেস্ক: আটলান্টিক সাগর থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় ডোরিয়ান চার মাত্রার শক্তি অর্জন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)। ঘণ্টায় সর্বোচ্চ ২২০ কিলোমিটার গতির বাতাস নিয়ে ঝড়টি এখন বাহামা দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। ফ্লোরিডায় আঘাত হানার আগে ডোরিয়ান আরও শক্তি অর্জন করতে পারে বলে পূর্বাভাসে সতর্ক করেছে মার্কিন আবহাওয়া বিভাগ। খবর: বিবিসি।
১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের এ দক্ষিণপূর্ব অঙ্গরাজ্যে আছড়ে পড়া পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় অ্যান্ড্রু ৬৫ জনের প্রাণ কেড়ে নিয়েছিল; ধসিয়ে দিয়েছিল ৬৩ হাজার বাড়িঘর। অ্যান্ড্র–র পর ডোরিয়ানই ফ্লোরিডায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে বলে শঙ্কা আবহাওয়াবিদদের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে আটলান্টিক সাগর তীরবর্তী এ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। কর্তৃপক্ষ বাসিন্দাদের অন্তত এক সপ্তাহ টিকে থাকার মতো খাদ্য, পানি ও ওষুধ মজুত করতে পরামর্শ দিয়েছে।
ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস ঘূর্ণিঝড় মোকাবিলায় ন্যাশনাল গার্ডের আড়াই হাজার সদস্য মোতায়েন করেছেন; প্রস্তুত রাখা হয়েছে আরও দেড় হাজার সেনাকে।
ঝড়টি ‘সত্যিকারের দানবের আকার নিতে পারে’ বলে সতর্ক করেছেন ট্রাম্প। পরিস্থিতি বিবেচনায় পোল্যান্ডে নির্ধারিত সফর বাতিল করে সেখানে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে পাঠানোর কথাও জানিয়েছেন তিনি।
ডোরিয়ানের কারণে ফ্লোরিডাবাসীকে এখনই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে না বলা হলেও রোববার নাগাদ এ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সতর্কতাস্বরূপ সোমবার স্থানীয় সময় ২টা থেকে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে অরল্যান্ডো বিমানবন্দর।
এনএইচসি এরই মধ্যে বাহামার উত্তর-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করেছে। ডোরিয়ানের কারণে কিছু এলাকায় সমুদ্রের পানি ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে পারে বলেও পূর্বাভাসে বলেছে তারা। উপকূলের কাছাকাছি বড় বড় ধ্বংসাত্মক ঢেউসহ ঝড়টি আঘাত হানতে পারে বলেও আশঙ্কা এনএইচসির।
বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস গ্র্যান্ড বাহামা ও আবাকো দ্বীপের একাংশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে ?নিতে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেছেন, ‘কেউ বোকামি করেও এই ঘূর্ণিঝড়ের সঙ্গে সাহস দেখাতে যাবেন না। নিরাপদে সরে না আসার এ মূল্য আপনাকে জীবন দিয়ে কিংবা মারাত্মক শারীরিক ক্ষতির মাধ্যমে চুকানো লাগতে পারে।’
