প্রতিনিধি, হিলি : দিনাজপুরের ঘোড়াঘাটে বিষপানে মারুফ হোসেন বাবু (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করে । নিহত যুবক উপজেলার পৌরসভার এস,কে বাজার এলাকার হুদা মিয়ার ছেলে মারুফ হোসেন বাবু (৩৫)।
সোমবার ভোর ৫ টার দিকে সবার অজান্তে ঘরে রক্ষিত কীটনাশক বিষ পান করে অসুস্থ্য হয়ে পড়ে। বাড়ির লোকজন টের পেয়ে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য-কমপেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক রোগীকে আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১:৩০ টায় মারা যায়।
স্থানীয়রা জানায়, গত রাতে মোবাইল ফোনে স্ত্রীকে বাড়িতে আসতে বললে ঝগড়া-বিবাদ হয়। ঝগড়া-বিবাদের এক পর্যায়ে মারুফ হোসেন বাবুর স্ত্রী সুরমা আক্তার বলেন আমি সংসার করবো না উল্টো দেনমোহরের পাঁচ লাক্ষ টাকা দাবি করে। স্ত্রীর উপর অভিমান করে বিষ পান করে ।
এ সংক্রান্তে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানায়, এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি তবে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলার প্রস্তুতি চলছে।