Print Date & Time : 27 July 2025 Sunday 12:25 pm

ঘোড়াশালে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক পৌর এলাকার উত্তর চরপাড়া মহল্লা থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাৎ, ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম রুমেল, ক্যাশিয়ার শহিদুল ইসলামসহ স্থানীয় এলাকার গণমান্য ব্যক্তিরা।

মেয়র শরীফুল হক বলেন, এডিশ মশা যেন বংশ বিস্তার না করতে পারে, সেদিকে বিশেষ লক্ষ রেখেই মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেছি। পৌর এলাকার প্রতিটি পাড়া-মহল্লা ও বাড়ির আঙিনা পরিষ্কারের জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানাই। i50)