প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:বাণিজ্যিকভাবে আম বাজারজাত শুরু না হওয়ায় ঘোষণার পরও চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হয়নি ম্যাংগো স্পেশাল ট্রেন। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আম বাজারজাত শুরু হলেই চালু হবে ম্যাংগো স্পেশাল ট্রেন।
আমসংশ্লিষ্টরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সুমিষ্ট আম পরিপক্ব না হওয়ায় এখনও বাজারে নামতে শুরু করেনি। আর তারা মনে করেন আম পরিপক্ব না হওয়ায় ম্যাংগো স্পেশাল ট্রেনটি ঘোষণার পরেও চালু হয়নি। আমচাষি ও আম ব্যবসায়ীরা জানান, আগামী ১ জুন থেকে পরিপক্ব আম বাজারে আসতে পারে।
জেলা প্রশাসক একেএম গালিভ খান গত ১৫ মে রেল কর্তৃপক্ষ, আমচাষি, আম ব্যবসায়ীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সামনে ২০ মে ঘোষণা করেন ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হবে। তবে এ বিষয়ে জেলা প্রশাসক একেএম গালিভ খানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীনের সঙ্গেও একাধিবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিভিস করেননি।
তবে কবে নাগাদ ম্যাংগো স্পেশাল ট্রেনটি চালু হবে, সেটা জানা সম্ভব হয়নি। অপরদিকে চাঁপাইনাববগঞ্জ জেলায় প্রথম ২০২০ সালের ৫ জুন ম্যাংগো স্পেশাল ট্রেনের শুভ উদ্বোধন করা হয়। দ্বিতীয়বার অর্থাৎ ২০২১ সালে ২৭ মে ট্রেনটি চালু হয়। ট্রেনটি চলে ১৬ জুলাই পর্যন্ত। গতবছর অর্থাৎ ২০২২ সালে তিন দফা সময় পরিবর্তন করে ম্যাংগো স্পেশাল ট্রেনটি রহনপুর থেকে ১৩ জুন আম নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।