Print Date & Time : 4 August 2025 Monday 2:06 am

ঘোড়াঘাটে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিনিধি, হিলি: দিনাজপুরের ঘোড়াঘাটে করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া গরীব অসহায় দুস্থ মানুষদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঘোড়াঘাট উপজেলার বেলোয়া আদিবাসী পাড়াতে উপজেলার পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ ব্যক্তিগত উদ্যোগে গরীব অসহায় দুস্থ প্রায় তিন শত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় প্রত্যেককে তিন কেজি করে আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ ও দুইশ গ্রাম গুড়ামরিচ দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি যনাতন মার্ডি, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।