Print Date & Time : 10 September 2025 Wednesday 8:32 pm

চকবাজারে প্লাস্টিক গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি টাওয়ারে আগুন লেগেছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় চকবাজারের ইমামগঞ্জ মোড়ে এসকে টাওয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দুই ঘণ্টার প্রচেষ্টায় গতকাল সন্ধ্যা পৌনে ৭টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হালিম বলেন, ৯টি ইউনিটের সোয়া দুই ঘণ্টার প্রচেষ্টায় ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির কোনো হিসাব এখনও পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়তলা ভবনে আগুন লাগার পরপরই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তাড়াহুড়ো করে নিচে নেমে আসেন। ভবনটিতে প্লাস্টিক, ক্রোকারিজ ও খেলনার দোকান রয়েছে। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।