Print Date & Time : 5 July 2025 Saturday 6:47 pm

চকরিয়া থেকে আরসার অস্ত্র সরবরাহকারীসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধি, কক্সবাজার: মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) অস্ত্র সরবরাহকারীর মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কক্সবাজার চকরিয়া বড় ভেওলা এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০), মো. এনামুল হক (৩৮)। তারা সবাই চকরিয়া ভেওলা এলাকার বাসিন্দা বলে জানান র‌্যাব।

র‌্যাব ১৫ মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব ১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন জানান,  এ অভিযানে তাদের কাছ থেকে একটি দু’নলা বন্দুকসহ ৪টি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র বিক্রয়ের নগদ এক লাখ পাঁচ হাজার টাকা, খালি চেক, এটিএম কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব অধিনায়ক বলেন, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে কক্সবাজারের মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে দীর্ঘদিন ধরে অস্ত্র সরবরাহ করে আসছে এ চক্রটি। উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।