চট্টগ্রামক মহানগরীর তারকা হোটেল দি পেনিনসুলায় গত বৃহস্পতিবার নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে দিনব্যাপী পোশাক প্রদর্শনী ও লাইফস্টাইলের বড় আয়োজন ‘আর্ট অ্যান্ড বিউটি ঈদ এক্সট্রাভ্যাগেনজা, ২০২৩’ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনী উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন র্যাংকস এফসি প্রপার্টিজ ও সিইএম গ্রুপের পরিচালক মাহবুব সোবহান জালাল তানভীর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈদ এক্সট্রাভ্যাগেনজার আয়োজক লামোর ইভেন্টের ম্যানেজিং পার্টনার সাদ শাহরিয়ার, সাইফ শোয়েব, মেকাপ-শেকাপ গ্রুপের ফাউন্ডার অ্যান্ড অ্যাডমিন রাহিলা সুলতানা জুহি, রিফাত ক্রিয়েশনের কর্ণধার রিফাত সুলতানা প্রমুখ। বিজ্ঞপ্তি

Print Date & Time : 7 September 2025 Sunday 12:36 am
চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে পোশাক প্রদর্শনী
শিল্প-বাণিজ্য ♦ প্রকাশ: