চট্টগ্রামের রানীরহাটে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

চট্টগ্রামের রানীরহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৮৪তম শাখা সম্প্রতি উদ্বোধন করা হয়। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি জেকিউএম হাবিবুল্লাহ, এসইভিপি মুহাম্মদ শাব্বির, ইভিপি মো. মিজানুর রহমান ভূঁইয়া ও মিফতাহ উদ্দীন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের চট্টগ্রাম নর্থ জোন প্রধান মো. নাইয়ার আজম। গ্রাহক শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ উদ্দীন চৌধুরী, রাজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কেকেএম রফিক বিন চৌধুরী, চিকিৎসক ডা. অলক চন্দ্র দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি