হজ ও ওমরাহ গমনেচ্ছুদের সব ধরনের ব্যাংকিং সেবা সহজতর করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক গত শনিবার চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে হজ এজেন্সি মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম সভায় প্রধান অতিথি ছিলেন। ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সহসভাপতি ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম এবং প্রধান বক্তা ছিলেন সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। বিজ্ঞপ্তি
