শেয়ার বিজ ডেস্ক:ঢাকা ও যশোরের পর এবার চট্টগ্রামেও আটজনের নমুনায় ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে। এতে করে দেশে ওমিক্রন শনাক্ত হওয়ার সংখ্যা দাঁড়াল ৬৩ জনে। নতুন আক্রান্ত সবাই চট্টগ্রামের বাসিন্দা। গতকাল জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য আপলোড করা হয়েছে।
নতুন ওই ব্যক্তিদের তথ্য দিয়েছে আইসিডিডিআরবি। এ নিয়ে এখন পর্যন্ত ৭১ জনের নমুনায় ওমিক্রন পাওয়া গেল। এর মধ্যে আটজনের তথ্য জানিয়েছে বিএসএমএমইউ।
তাদের নমুনা গত ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে সংগ্রহ করা হয়। শনাক্তদের মধ্যে আছেন পাঁচ পুরুষ ও তিন নারী।