Print Date & Time : 1 August 2025 Friday 1:04 am

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

শেয়ার বিজ ডেস্ক: চট্টগ্রামে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাইমুল হক (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৩৫ বছর বয়সী এ পুলিশ সদস্য। নিহত নাইমুল হকের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।

এ বিষয়ে সিএমপির পিআর এডিসি আবু বকর সিদ্দিক জানান, নাইমুল হক বন্দর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তিনি শ্বাসকষ্ট নিয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিল।

এর আগে, বৃহস্পতিবার করোনা শনাক্ত হওয়ার পর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এ সদস্য। পরে, রাতে অবস্থা গুরুতর হলে তাকে আইসিউতে নেয়া হয়। এরপরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান তিনি।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় মারা গেছেন ২৯ জন। তবে চট্টগ্রামে করোনায় পুলিশ সদস্যের মৃত্যু এটিই প্রথম।