নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপচয় বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল শুক্রবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাশ্রয় ও অপচয় বন্ধে ১১ দফা সুপারিশ করা হয়। ইজিবাইক, টমটম ও বিদ্যুৎচালিত যানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা, এসব যানে চার্জ দেয়ার জন্য বাণিজ্যিক হারে সংযোগ দিতে হবে। সরকারি অফিসে অপ্রয়োজনীয় এসি বন্ধ করা, বিল্ডিং কোড যথাযথ বাস্তবায়ন করা, প্রতিটি অ্যাপার্টমেন্টে সৌর প্যানেল স্থাপন বাধ্যতামুলক করা, বাড়ি তৈরির সময় আলো-বাতাস এর জন্য পর্যাপ্ত জায়গা রাখা নিশ্চিত করা। পরিবেশসম্মত নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগ জোরদার করা। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে জৈবশক্তি (বায়োগ্যাস, বায়োম্যাস, বায়োফুয়েল) ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন জোরদার করতে হবে। প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট-অফিস আদালতে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে ব্যবস্থা নেয়া, জনগণকে বিদ্যুৎ সাশ্রয়ে আগ্রহী করার জন্য সরকারি উদ্যোগে প্রচারণা কর্মসূচি গ্রহণ করা। লোডশেডিংয়ের সূচি সমন্বয় জোরদার করা, পূর্বঘোষণা দিয়ে লোডশেডিং দেয়ার ব্যবস্থা করা। লোডশেডিংয়ের কারণে জেনারেটরের ব্যবহার বাড়ছে, যা জ্বালানি খাতে অস্থিরতা বাড়াচ্ছে এবং গ্রাহকের খরচ বাড়ছে। আইপিএস, চার্জারফ্যান, বাতির ব্যবহার বাড়ছে, এর ফাঁকে একশ্রেণির ব্যবসায়ী এ জাতীয় পণ্যের দাম বাড়াচ্ছেন, যার যথাযথ নজরদারি নিশ্চিত করা। ফুটপাত, পাহাড় ও নি¤œ আয়ের জন-অধ্যুষিত এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করা। বিয়েবাড়ি ও কমিউনিটি সেন্টারগুলোয় আলোকসজ্জা নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনে অতিথি নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগ করা।
প্রধান অতিথির বক্তব্যে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, জ্বালানি সংকট নিরসনে পানি, বিদ্যুৎ, গ্যাস, এলপিজি ও জ্বালানি তেলে সাশ্রয়ী হতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে সম্মিলিতভাবে এ সমস্যা সমাধানে কাজ করতে হবে।
ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মুক্তিযোদ্ধা ড. ইদ্রিস আলী, ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু প্রমুখ।