Print Date & Time : 5 July 2025 Saturday 9:51 pm

চট্টগ্রামে দুর্গোৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: জেলাপর্যায়ে সর্বাধিক চট্টগ্রামে দুই হাজার ১৪৪টি মণ্ডপে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এ উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
গতকাল শুক্রবার মহাযষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এবারের শারদীয় দুর্গোৎসব শুরু হয়। পঞ্চমী তিথিতে বেলশাখায় দেবী দুর্গার বোধন হয়েছে। দক্ষিণায়নের নিদ্রিত দেবীর নিদ্রা ভাঙার জন্য পারিবারিক মণ্ডপে করা হয়েছে পূজা।
চট্টগ্রাম সিটি করপোরেশন পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
নগরীর জামালখান কুসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চলছে মায়ের আরাধনা। জগতের মঙ্গল কামনায় কৈলাসবাসী দেবীর আগমন ঘটেছে ঘোড়ায় চড়ে। বিজয়া দশমীতেও দেবী দুর্গা কৈলাসে ফিরবেন ঘোড়ায় চড়ে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত জানান, সারা দেশে ৩১ হাজার ১০০টির বেশি মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব হতে যাচ্ছে। জেলা পর্যায়ের এবারও দেশের সবচেয়ে বেশি দুর্গাপূজা মণ্ডপ চট্টগ্রাম জেলায়। এখানকার ১৫টি উপজেলায় এবার এক হাজার ৮৭৪টি মণ্ডপে এবং মহানগরের ১৬টি থানায় ২৭০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা চলছে। মহানগর ও জেলা মিলিয়ে চট্টগ্রামে এবার দুই হাজার ১৪৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের জানা মতে, জেলা পর্যায়ে দেশের অন্য কোনো জেলায় চট্টগ্রামের মতো এত দুর্গাপূজা মণ্ডপ নেই। চট্টগ্রাম জেলার উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি পূজামণ্ডপ রাউজানে ২৩২টি। কর্ণফুলী উপজেলায় সবচেয়ে কম ১৩টি পূজামণ্ডপ।’
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার জানান, এ বছর নগরীর ১৬টি থানায় ২৭০টি মণ্ডপে দুর্গাপূজা চলছে। গতবারের চেয়ে জেলা ও নগরে পূজামণ্ডপ বেড়েছে। এর মধ্যে নগরে বেড়েছে ১৫টি। পরিষদের উদ্যোগে পূজার আয়োজন করা হয়েছে জেএম সেন হল প্রাঙ্গণে।
উল্লেখ্য, চট্টগ্রামের বোয়ালখালীর মেধস মুনির আশ্রমে মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনা হয়। সেখানে শাস্ত্রবিধি অনুযায়ী মায়ের পূজা চলছে বলে জানিয়েছেন আশ্রমের অধ্যক্ষ বুলবুলানন্দ ব্রহ্মচারী।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে গতকাল শহরের জেএমসেন হলে শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসবের মহাষষ্ঠী অনুষ্ঠিত হয়।