Print Date & Time : 30 August 2025 Saturday 1:58 am

চট্টগ্রামে নারী উদ্যোক্তা ঋণ বিতরণ-স্মরণে বঙ্গবন্ধু

এবি ব্যাংক লিমিটেড নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মদক্ষতা উন্নয়নে চট্টগ্রাম ক্লাবে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। প্রশিক্ষণ কর্মশালা শেষে নারী উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট প্রদান ও স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক জনাব এ. বি. এম. জহুরুল হুদা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এবি ব্যাংকের কর্পোরেট অ্যান্ড এসএমই বিভাগের প্রধান জনাব ইফতেখার এনাম আওয়াল। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি