এবি ব্যাংক লিমিটেড সম্প্রতি নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মদক্ষতা উন্নয়নে চট্টগ্রাম ক্লাবে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। প্রশিক্ষণ কর্মশালা শেষে নারী উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট প্রদান ও স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা এবং বিশেষ অতিথি ছিলেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের করপোরেট অ্যান্ড এসএমই বিভাগের প্রধান ইফতেখার এনাম আওয়াল। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তা। বিজ্ঞপ্তি

Print Date & Time : 8 July 2025 Tuesday 11:38 am
চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের মাঝে এবি ব্যাংকের ঋণ বিতরণ
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: