Print Date & Time : 14 August 2025 Thursday 1:35 pm

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে ১ জন নিহত : র‌্যাব

চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোডে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক বিক্রেতার মৃত্যুর খবর দিয়েছে র‌্যাব ঘটনাস্থল থেকে একটি ব্যাগে দুই লাখ ইয়াবা, দুটি বিদেশি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করার কথা জানিয়েছেন র‌্যাব-৭ এ দায়িত্বরত এএসপি মিমতানুর রহমান।

তিনি বলছেন, গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে আইস ফ্যাক্টরি রোডের বরিশাল কলোনিতে একটি মাদ্রাসার সামনের রাস্তায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

মিমতানুর রহমান বলেন, মাদক বিক্রেতাদের অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি দল রাতে সেখানে অভিযানে যায়।

“র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি করে। তখন আত্মরক্ষার জন্য র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। কিছু সময় পর গোলাগুলি থামলে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।”

নিহতের মানিব্যাগে থাকা পরিচয়পত্র থেকে র‌্যাব জানতে পারে, তার নাম মোহাম্মদ হোসেন, বয়স ৪২। বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালাতে গিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র এবং পড়ে থাকা একটি ব্যাগে ইয়াবাগুলো পাওয়া যায় বলে এএসপি মিমতানুরের ভাষ্য। এ ঘটনায় আজ শুক্রবার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।