Print Date & Time : 15 September 2025 Monday 5:03 pm

চট্টগ্রামে বিএইচবিএফসির গ্রাহক সমাবেশ

সম্প্রতি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) চট্টগ্রাম জোনাল অফিসে এ অঞ্চলের ঋণগ্রহীতা ও সেবাপ্রার্থীদের সঙ্গে করপোরেশনের সর্বোচ্চ কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএইচবিএফসির চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন। করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এবং মহাব্যবস্থাপক অরুন কুমার চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। জোনাল ম্যানেজার মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম জোনের ৩টি রিজিওনাল ও ৯টি শাখা অফিসের ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি