Print Date & Time : 28 August 2025 Thursday 10:00 am

চট্টগ্রামে ব্যাংক ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় হালিশহরের বড়পোল এলাকায় ওই ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় দুপুর পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক কারণে এ ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে।