চট্টগ্রামে রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৭ হোটেল আগ্রাবাদে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান। তিনি বলেন, ৫৬৩ শাখার সব সেবা শতভাগ অনলাইনের মাধ্যমে চট্টগ্রামে শীর্ষে অবস্থান করবে রূপালী ব্যাংক। প্রধান বক্তা হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখছে রূপালী ব্যাংক। এ ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক কোটি মায়ের অ্যাকাউন্ট খুলেছে এবং প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মায়েদের হিসাবে জমা করছে, যা বিশ্বের সর্ব বৃহৎ ডিজিটাল পেমেন্ট হিসেবে বিবেচ্য। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জিএম ওয়াকার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় মহাব্যবস্থাপক হাসনে আলম,  চট্টগ্রাম পূর্ব,  চট্টগ্রাম পশ্চিমের জোনাল ম্যানেজার ও অডিট অ্যান্ড ইন্সপেকশনের ডিজিএমসহ ব্যাংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি