নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় বাংলাদেশ সিএমএসএমই বাণিজ্যমেলা। এ উপলক্ষে গতকাল দুপুরে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের ইছামতি হলে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সিডব্লিউসিসিআই’র প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিডব্লিওসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট ও মেলা আয়োজক কমিটির চেয়ারপার্সন রেখা আলম চৌধুরী। এসময় সিডাব্লিওসিসিআই’র ফার্স্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এফবিসিসিআই’র পরিচালক ডা. মুনাল মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।