চট্টগ্রামে সম্রাট বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করায় চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকার সম্রাট বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস বলেন, আজ (গতকাল) নগরীর বায়েজিদ বোস্তামী রোডে ষোলশহর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে সম্রাট বেকারির বিরুদ্ধে মামলা করে ৫০ হাজার এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদের সহায়তা করেন।