চট্টগ্রামে ৭০ টন জাটকা জব্দ

 

 

 

 

শেয়ার বিজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকায় জে কে-৩ নামের একটি জাহাজ থেকে প্রায় ৭০ মেট্রিক টন জাটকা জব্দ করেছে র‌্যাব-৭। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হয়। এ সময় জাহাজের ক্যাপ্টেনকে আটক করা হয়। খবর রাইজিংবিডি।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম র‌্যাব-৭-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ হোসেন এবং ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন। ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে সকাল থেকে সদরঘাট এলাকায় জে কে-৩ নামের মাছ ধরার জাহাজে অভিযান শুরু করা হয়। অভিযানে জাহাজ থেকে প্রায় ৭০ মেট্রিক টন নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়। এ ঘটনায় জাহাজের ক্যাপ্টেনকে আটক করা হয়েছে।