চট্টগ্রাম আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আঞ্জুমান মুফিদুল ইসলামের চট্টগ্রাম শাখার নির্বাহী কমিটির সভা গতকাল চট্টগ্রামের দামপাড়ার পুলিশ লাইন্স সিএমপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম শাখার সভাপতি চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী। সভায় ৪২ ও ৪৩তম বার্ষিক সাধারণ সভার তারিখ, সময় ও স্থান নির্ধারণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এমএ মাসুদ ও আ স ম মাহাতাব উদ্দিন, আবদুল মান্নান মিয়া, সহসভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার, সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারির চেয়াম্যান শামসুল আলম শামীম, সহসভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন, উপ-পুলিশ কমিশনার মো. আবদুল ওয়ারীশ প্রমুখ। বিজ্ঞপ্তি