চট্টগ্রাম কাস্টমসে লক্ষ্যমাত্রার ২৩% কম রাজস্ব আদায়

সাইদ সবুজ, চট্টগ্রাম: ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ছয় মাস (জুলাই-ডিসেম্বর) এরই মধ্যে অতিবাহিত হয়েছে। এ ছয় মাসে চট্টগ্রাম কাস্টম হাউজের রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২৩ শতাংশ কম আদায় হয়েছে। তবে গত অর্থবছরের একই সময়ের চেয়ে চলতি অর্থবছর প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে পাঁচ দশমিক দুই শতাংশ।
তথ্যমতে, ২০১৮-১৯ অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউজ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৫৭ হাজার ৪৬২ কোটি ৭৯ লাখ টাকা। আর অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রা ছিল ২৭ হাজার ৭২৪ কোটি টাকা। সেখানে কাস্টমস রাজস্ব আদায় করেছে ২১ হাজার ৩৫৭ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ছয় হাজার ৩৬৭ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে চট্টগ্রাম কাস্টমসের। তবে গত অর্থবছরের একই সময় থেকে এক কোটি টাকা বেশি আদায় হয়েছে।
এ হিসাবে প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ২২ দশমিক ৯৬ শতাংশ কম রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস। তবে গত বছর থেকে আদায়ের প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক দুই শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের ডিসেম্বরে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আহরণের টার্গেট ছিল চার হাজার ৭৬৬ কোটি টাকা। এর বিপরীতে ডিসেম্বরে রাজস্ব আহরণ হয়েছে তিন হাজার ৩৬০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৯ দশমিক ৫০ শতাংশ কম।
গত ছয় মাসের হিসাবে ডিসেম্বর মাসে প্রবৃদ্ধি হার হ্রাস পেয়েছে। ডিসেম্বরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক ২০ শতাংশ, যেখানে গত তিন মাস আগেও প্রবৃদ্ধির হার ছিল ১০ দশমিক ২৩ শতাংশ। এর মধ্যে সেপ্টম্বরে রাজস্ব আদায়ে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছিল চট্টগ্রাম কাস্টমস। বাকি মাসগুলোতে দেখা যায় প্রবৃদ্ধির হার বেশ ওঠানামা করে।
জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রবৃদ্ধির হার বিশ্লেষণ করে দেখা যায়, অর্থবছরের প্রথম মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার ছিল চার দশমিক ৭৮ শতাংশ, যা আবার আগস্ট মাসে দুই শতাংশ হ্রাস পেয়ে দাঁড়ায় দুই দশমিক ৪৩ শতাংশ। এরপর সেপ্টেম্বরে এসে তা আবার বেড়ে যায়। তবে অক্টোবরে প্রবৃদ্ধির হার আবার কমে যায়। ওই মাসে এক শতাংশ কমে প্রবৃদ্ধির হার দাঁড়ায় ৯ দশমিক ৭১ শতাংশ। এর পর থেকে প্রবৃদ্ধির হার আর বাড়েনি। নভেম্বরে প্রবৃদ্ধির হার ছিল সাত দশমিক শূন্য চার শতাংশ ও সর্বশেষ ডিসেম্বরে এসে তা দাঁড়ায় পাঁচ দশমিক ২০ শতাংশে।
লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার ড. একেএম নুরুজ্জমান শেয়ার বিজকে বলেন, বিভিন্ন কারণে রাজস্ব আদায় কমেছে। তবে বিগত বছরগুলো থেকে রাজস্ব আদায়ের হার বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেশ কিছু পণ্যের ওপর শুল্কহার পরিবর্তনের ফলে বেশ কিছু পণ্য থেকে আগের মতো রাজস্ব আহরণ হচ্ছে না। যেমন বিলাসবহুল গাড়ির ওপর যে পরিমাণ শুল্ক ছিল, তা বাড়ানো হয়েছে। তাতে অন্যান্য বছরের তুলনায় গাড়ি আমদানি কমেছে। এতে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে কাস্টমস। তাছাড়া বেশ কিছু পণ্যের ওপর নতুন করে রেয়াতি সুবিধা দেওয়ায় আগের মতো রাজস্ব আদায় হচ্ছে না।