চট্টগ্রাম টেস্টে বড় হার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে সফরকারী ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারতের দেওয়া ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টেস্টের পঞ্চম দিনে লাঞ্চ বিরতির আগেই ৩২৪ রানে গুটিয়ে গেছে টাইগাররা। ফলে ১৮৮ রানে টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল বাংলাদেশ। উইকেটে অধিনায়ক সাকিবের সঙ্গে ছিল ফর্মে থাকা মিরাজ। সাকিব একপ্রান্ত থেকে খেললেও দিনের তৃতীয় ওভারে মিরাজকে হারাল বাংলাদেশ। মোহাম্মদ সিরাজের বলে যাদবকে ক্যাচ দেন মিরাজ। তার বিদায়ে ভাঙে ৪২ রানের জুটি, মিরাজ করেন ১৩ রান। এরপর তাইজুল ইসলামকে নিয়ে ৩৭ রানের জুটি গড়েন সাকিব, যেখানে তাইজুলের অবদান মাত্র ৪।

দুর্দান্ত ব্যাটিং করেও সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন সাকিব। ১০৮ বলে ৬টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে ৮৪ রানের ইনিংসে খেলেন এই অলরাউন্ডার। সাকিবের বিদায়ের কিছুক্ষণ পরই ৩২৪ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। অক্ষর প্যাটেল ৭৭ রান খরচায় নেন ৪টি উইকেট। ৩ উইকেট শিকার প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া কুলদ্বীপ যাদব।

এই টেস্টে অলরাউন্ডার নৈপুণ্য প্রদর্শন করেছেন কুলদীপ। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৪০ রান করেছেন, দ্বিতীয় ইনিংসে অবশ্য ব্যাটিংই পাননি। তবে প্রথম ইনিংসে ৫ এবং দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট পাওয়ায় ম্যাচসেরার পুরস্কার উঠেছে কুলদীপের হাতে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর মিরপুরে।

সংক্ষিপ্ত স্কোর :

প্রথম ইনিংসে ভারত : ১৩৩.৫ ওভারে ৪০৪/১০ ( চেতেশ্বর পুজারা ৯০, শ্রেয়াস আইয়ার ৮৬, অশ্বিন ৫৮, কুলদীপ ৪০; মিরাজ ৩১.৫-৬-১১২-৪, তাইজুল ৪৬-১০-১৩৩-৪)।

প্রথম ইনিংসে বাংলাদেশ : ৫৫.৫ ওভারে ১৫০/১০ ( মুশফিক ২৮, মিরাজ ২৫, লিটন ২৪; কুলদীপ ১৬-৬-৪০-৫, সিরাজ ১৩-২-২০-৩)।

দ্বিতীয় ইনিংসে ভারত : ৬১.৪ ওভারে ২৫৮/২ ইনিংস ঘোষণা ( গিল ১১০, পুজারা ১০২*; খালেদ ১৩-০-৫১-১)।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ : ১১৩.২ ওভারে ৩২৪/১০ ( জাকির ১০০, সাকিব ৮৪, শান্ত ৬৭; কুলদীপ ২০-৩-৭৩-৩, অক্ষর ৩২.২-১০-৭৭-৪)।

ফল: ১৮৮ রানে জয়ী ভারত।

ম্যান অব দ্য ম্যাচ: কুলদীপ যাদব।