চট্টগ্রাম বন্দরে সাধারণ প্রযুক্তির প্রায় আটটি টাগবোট বিদ্যমান। বন্দরের বিদ্যমান চাহিদা পূরণের লক্ষ্যে আধুনিক ও অধিক শক্তিশালী টাগবোটের প্রয়োজন হওয়ায় আরও অত্যাধুনিক টাগবোট সংগ্রহ করা হয়েছে। টাগবোট দুটির প্রত্যেকটির ক্ষমতা ৭৫ টন বোলার্ড পুল। এগুলো একেবারে আধুনিক প্রযুক্তির এএসডি টাগ অর্থাৎ টাগবোটগুলো একই স্থানে ৩৬০? ঘুরে যেতে সক্ষম। টাগবোট দুটি গতকাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন,চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. জাফর আলম, কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

Print Date & Time : 12 September 2025 Friday 3:42 am
চট্টগ্রাম বন্দরের নৌবহরে যুক্ত হলো দুটি টাগবোট
শিল্প-বাণিজ্য ♦ প্রকাশ: