Print Date & Time : 3 September 2025 Wednesday 8:40 am

চট্টগ্রাম বন্দরে আনসার ব্যারাক ও বহুতল কার শেড উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে নতুন আনসার ব্যারাক ও বহুতল কার শেড গতকাল উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। ১৪ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত আনসার ভবনে রয়েছে লিফট, পার্কিং, প্লে গ্রাউন্ড, আধুনিক ড্রেনেজ সিস্টেম, বাউন্ডারি ওয়ালসহ আধুনিক সব সুযোগ-সুবিধা। অন্যদিকে প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত বহুতল কার শেডে ট্রাফিক রুম, সিকিউরিটি রুম, পাম্প রুম এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। এটির আয়তন প্রায় ২৯ হাজার বর্গফুট এবং গ্রাউন্ড ফ্লোরে ১০৭টি এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় ১১১টি করে কার পার্কিংয়ের সুবিধা

রয়েছে। বিজ্ঞপ্তি