নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি করা শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি প্রধান অতিথি ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন। সমারম্ভ বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রবীণ শিক্ষক প্রফেসর ড. মইনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত অ্যানাটমি মিউজিয়াম ও ফিশারিজ মিউজিয়াম উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অধীনে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের অর্থায়নে মিউজিয়াম দুটি স্থাপন করা হয়েছে।