চট্টগ্রাম রেলস্টেশনের গার্ড প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: স্টেশনের একমাত্র গার্ড ডেমু ট্রেন ফেলে চলে গেলেন শ্বশুরবাড়ি। এ দিকে পাঁচ মিনিট বিরতির পর লোকোমোটিভ মাস্টার ট্রেন ছাড়ার মুহূর্তে গার্ডের সিগন্যাল পাচ্ছিলেন না। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, ট্রেন ফেলে গার্ড গেছেন শ্বশুরবাড়িতে। এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামে। গতকাল চট্টগ্রাম-নাজিরহাট কমিউটার ডেমু-৪ ট্রেনের গার্ড মো. জুনায়েদ এ কাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ওই গার্ডকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

গত মঙ্গলবার চট্টগ্রামের নাজিরহাট থেকে ঠিক সময়ে ছেড়ে শহরের দিকে আসছিল ডেমু ট্রেনটি। ট্রেনটি হাটহাজারি স্টেশনে এলে গার্ড জুনায়েদ কাউকে না বলে পাঁচ কিলোমিটার দূরের শ্বশুরবাড়িতে চলে যান। এদিকে পরিচালক ছাড়া ট্রেনটি দাঁড়িয়ে যায় স্টেশনে। প্রায় এক ঘণ্টা পর রেলের অন্যান্য স্টাফদের ফোনে তিনি ফিরে এসে ট্রেন চলার সংকেত দেন। এ ঘটনায় গতকাল ওই গার্ডকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ওই ট্রেনের লোকোমাস্টার ছিলেন মো. মহিউদ্দিন। তিনি জানান, মঙ্গলবার নাজিরহাট থেকে ঠিক সময়ে ছেড়ে আসে ট্রেনটি। হাটহাজারি স্টেশনে এলে গার্ড জুনায়েদ কাউকে না বলে পাঁচ কিলোমিটার দূরের শ্বশুরবাড়িতে চলে যান।

রেলওয়ে পূর্বালের বিভাগীয় ব্যবস্থাপক বোরহান উদ্দিন জানান, ওই গার্ডকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন কাজ না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।