Print Date & Time : 13 September 2025 Saturday 10:48 pm

চট্টগ্রাম-১০ উপনির্বাচন : সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করছে ইসি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-১০ উপনির্বাচনের পরিস্থিতি ঢাকায় বসে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার সকাল থেকে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থাপিত সিসিটিভি মনিটরিং কন্ট্রোলরুম থেকে সরাসরি ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও বেগম রাশেদা সুলতানা।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। মোট ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

ইসির সরকারি জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক জানান, ভোটকেন্দ্রের সংখ্যা ১৫৬টি। ভোটকক্ষ রয়েছে ১ হাজার ২৫১টি। ১ হাজার ৫৬৩টি ক্যামেরার মাধ্যমে নির্বাচন মনিটরিং করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই উপনির্বাচনে মোট প্রার্থী ছয়জন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির মো. শামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের রশিদ মিয়া, স্বতন্ত্র মনজুরুল ইসলাম ভুঁইয়া ও আরমান আলী।