‘চতুর্থ শিল্পবিপ্লব এবং ডিজিটাল আপস্কিলিং’-এর বিষয়ে সম্প্রতি এক ভার্চুয়াল কর্মশালার আয়োজন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড। এতে প্রধান অতিথি ছিলেন ইউসিবির ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট ডিপার্টমেন্ট) মোহাম্মদ ইসহাক মিয়া, প্রধানমন্ত্রী কার্যালয়ের ডিরেক্টর গোলাম মোহাম্মদ ভূঁইয়া এবং বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক ও সিস্টেম বিশ্লেষক এসএম তোফায়েল আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি
