Print Date & Time : 21 July 2025 Monday 4:18 am

চবির সোহরাওয়ার্দী হলে আগ্নিকান্ড

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সোহরাওয়ার্দী হলের ১৪৪ নাম্বার কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় কক্ষে থাকা বই পত্র, বিছানা ও পোশাক সামগ্রী পুড়ে প্রায় ত্রিশ হাজার টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে মন্তব্য করেন কক্ষে অবস্থানরত শিক্ষার্থী।

১৪৪ নাম্বার কক্ষে অবস্থানরত আবাসিক শিক্ষার্থী রাব্বিউল হাসান শান্তর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘কক্ষ ত্যাগের পূর্বে চেয়ারের ওপর একটি মাল্টিপ্লাগ রেখে গেছিলাম সেখান থেকে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আমি কক্ষে না থাকায় প্রায় দেড় ঘন্টা যাবত এই আগুন জ্বলতে থাকে। পরবর্তীতে আশেপাশের রুমের ছাত্ররা বিষয়টি জানতে পারলে ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে আগুন নিবারণ করা হয়। এ ঘটনায় প্রায় ত্রিশ হাজার টাকার মত ক্ষতি হয়েছে।’

সোহরাওয়ার্দী হলের প্রাধ্যাক্ষ ড. শিপক কৃষ্ণ দেবনাথের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কক্ষে অবস্থানরত শিক্ষার্থীর অসচেতনতায় মাল্টিপ্লাগ থেকে আগুনের সূত্রপাত হয় এবং পুরো কক্ষে ছড়িয়ে যায়। খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট অগ্নি নিবারণ করে।

হাটহাজারী থানা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান এ ব্যাপারে বলেন, আমরা খবর পাওয়ার পর একটি ইউনিট সেখানে গিয়েছিলাম। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত।