চবি ছাত্রীকে যৌন নির্যাতন :  মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় মূলহোতাসহ চার জনকে  গ্রেফতার করেছে র‍্যাব । তাদের একজনের নাম মেহেদী হাসান ও আরেকজন আজিম হোসাইন।

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার চার জনকে গ্রেফতারের বিষয়টি জানান। এ বিষয়ে বেলা ১১টায় বহদ্দারহাট চান্দগাঁও ক্যাম্পে ব্রিফ করবেন র‌্যব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

গত ১৭ জুলাই রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার রাস্তায় যৌন নির্যাতনের শিকার হন এক ছাত্রী। পাঁচ তরুণ তাকে বেঁধে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও ধারণ করে। এ সময় তার সঙ্গে থাকা এক বন্ধু প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। এ ঘটনায় বুধবার‌্য মামলা করেন ভুক্তভোগী। এতে অজ্ঞাতনামা পাঁচ জনকে আসামি করা হয়।

এই ঘটনায় গত ১৯ জুলাই  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসিক হলে রাত ১০টার মধ্যে হলে প্রবেশের সময়সীমা নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে ২০ জুলাই মধ্যরাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন হলের ছাত্রীরা।

এদিকে ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় জড়িতদের ধরতে শুক্রবার রাতে আবাসিক শাহ আমানত হলে অভিযান চালায় পুলিশ ও প্রক্টরিয়াল বডি। তবে কাউকে আটক করতে পারেনি। রাত ১টায় অভিযান শুরু হয়।  শেষ হয় রাত ২টার দিকে।  অভিযানে  ৮০ জন পুলিশ সদস্য অংশ নেন।

অভিযান শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান বলেন, ‘ভুক্তভোগী ছাত্রী সময় ও জায়গার বিষয়ে ভুল তথ্য দিয়েছিলেন। এ কারণে জড়িতদের শনাক্ত করতে সময় লেগেছে। পরে ছাত্রীর  দেয়া তথ্যের ভিত্তিতে দুই জনকে শনাক্ত করা হয়েছে। তাদের একজনের নাম মেহেদী হাসান ও আরেকজন আজিম হোসাইন। তারা শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হকের অনুসারী হিসেবে পরিচিত।’