চরভদ্রাসনে রাসেলস ভাইপার

কেএম রুবেল, ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় একের পর এক বিষধর সাপ রাসেলস ভাইপার পাওয়া যাচ্ছে। বুধবার দিবাগত রাত ৮টায় বালিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা হোসাইন মোহাম্মদ সিদ্দিকের (৫৪) বসতবাড়িতে দেখা মেলে প্রায় পাঁচ ফুট দৈর্ঘ্যরে একটি রাসেলস ভাইপার।

গতকাল বৃহস্পতিবার সকালে মোহাম্মদ সিদ্দিকের বড় ছেলে ইমন (২১) জানান, তার বাবা-মা চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন। তার বোন সুমাইয়া সেদিন রাতে প্রথমে বাবার শোয়ার ঘরের সামনে সাপটি দেখতে পেয়ে তার ভাই ইমনকে ডাকেন। ইমন টর্চলাইটের আলো জ্বালালে সাপটিকে সেমিপাকা টিনের ঘরে ঢুকতে দেখেন এবং ঘরের দরজায় তালা দেন। গতকাল সকালে স্থানীয় মানুষের সহযোগিতায় ঘর থেকে সাপটিকে বের করা হয়।

তাদের বাড়ির পেছনে বর্ষার পানি ঢুকেছে। ধারণা করা হচ্ছে, চরাঞ্চল থেকে বর্ষার পানিতে ভেসে এসব বিষধর সাপ লোকালয়ে প্রবেশ করছে।

উল্লেখ্য, ২০১৬ সালে উপজেলার নদীতীরবর্তী ও চরাঞ্চলে প্রথমে এ সাপের দেখা মেলে। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বিরল প্রজাতির এ বিষধর সাপের দংশনে উপজেলায় বেশ কয়েকজন কৃষকের মৃত্যুর ঘটনা ঘটে। আগে চরাঞ্চলে এ সাপ দেখা গেলেও বর্তমানে লোকালয়ে প্রবেশ করায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।