চলতি ও আগামী বছর কমবে জার্মানির প্রবৃদ্ধি

শেয়ার বিজ ডেস্ক: চলতি বছরের শুরুর প্রবৃদ্ধি দুর্বল হওয়ায় এবং আন্তর্জাতিক ঝুঁকি বাড়ায় ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির চলতি বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে দেশটির একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনফো ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি মনে করছে চলতি বছর ও আগামী বছর জার্মানির প্রবৃদ্ধি এক দশমিক আট শতাংশ। আগে পূর্বাভাস দেওয়া হয়েছিল যথাক্রমে দুই দশমিক ছয় শতাংশ এবং দুই দশমিক এক শতাংশ। খবর রয়টার্স।
ইনফোর অর্থনীতিবিদ টিমো ওমারসার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপ ও অন্য দেশগুলোর বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা বাড়ায় এবং ইউরো সংকটের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে ঝুঁকি বেড়েছে। এর প্রভাব পড়বে জার্মানির অর্থনীতিতে। চলতি ও আগামী বছর এ কারণেই প্রবৃদ্ধি কমবে।
চলতি বছরের প্রথম চার মাসে জার্মানির শিল্প কার্যক্রম ও রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। বছর শেষে সার্বিক প্রবৃদ্ধিতেও এর প্রভাব পড়বে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে যুদ্ধে নামছে ইউরোপ। সম্প্রতি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কারোপ করেছে। প্রথমে ইউরোপকে ছাড় দিলেও পরে তা তুলে নেন তিনি। শুল্কারোপের ঘোষণার পরিপ্রেক্ষিতে পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যের শুল্কারোপের হুমকি দিয়েছে ইউরোপ। এসব পণ্যের মধ্যে রয়েছে- মোটরসাইকেল হারলে ডেভিডসন, জিন্স পণ্য লিভাইস ও কেনটাকি ব্র্যান্ডের মদ।
গত মাসে হঠাৎ করে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর শাস্তিমূলক শুল্কারোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইস্পাতে ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামে ১০ শতাংশ শুল্কারোপ করে। এক টুইট বাণিজ্যে যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের ক্ষতি হচ্ছে উল্লেখ করে ট্রাম্প এ শুল্কারোপের ঘোষণা দেন। তার এ সিদ্ধান্তে বাণিজ্য যুদ্ধ শুরুর ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছে খোদ যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান বাণিজ্য অংশীদার। কানাডা ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে।
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্য ক্লদ জাঙ্কার হুশিয়ারি দিয়ে বলেছেন, ট্রাম্প যদি বিদেশি ইস্পাতের ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্কারোপ করেন তাহলে পাল্টা কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জিরকি কাতাইনেন এক সাক্ষাৎকারে বলেছেন, বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ এড়ানোর কিছু সুযোগ ট্রাম্পের সামনে রয়েছে। তিনি বলেন, বিপর্যয়কর বাণিজ্যযুদ্ধ এড়ানোর জন্য সুযোগের ছোট্ট একটি জানালা এখনও খোলা রয়েছে। ফিনল্যান্ডের সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, এর মানে হচ্ছে- প্রেসিডেন্ট ট্রাম্প এখনও প্রস্তাবটিতে সই করেননি। সুতরাং আমরা আশা করছি, তিনি তার পরিকল্পনা পুনর্বিবেচনা করবেন। কাতাইনেন বলেন, আমরা দ্রুত বিস্তারশীল একটি বাণিজ্যের খুব কাছাকাছি রয়েছি। আর এ যুদ্ধের শিকার হব আমরাই। এখানে কেউ বিজয়ী হবে না।