Print Date & Time : 9 September 2025 Tuesday 10:10 pm

চলতি মাসের শুরুর দিকে ইউক্রেন থেকে রাশিয়ায় গেছেন ১০ লাখের বেশি মানুষ

শেয়ার বিজ ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর ১০ লাখের বেশি মানুষকে দেশটি থেকে রাশিয়ায় সরিয়ে আনার দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর: তাস।

ইউক্রেনের আরও ২৮ লাখ মানুষ তাদের রাশিয়ায় সরিয়ে নিতে বলেছেন বলে জানিয়েছেন ল্যাভরভ।

রাশিয়া-সমর্থিত ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ক গণপ্রজাতন্ত্র থেকে যে ১০ লাখ ২০ হাজার মানুষকে রাশিয়ায় নেয়া হয়েছে, যাদের মধ্যে এক লাখ ২০ হাজার বিদেশি রয়েছেন। ইউক্রেনে আগ্রাসন শুরু করার আগে রাশিয়া এসব বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেয়।

জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের ৫৪ লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোয় পালিয়ে গেছেন।

মস্কোর দাবি, প্রতিবেশী দেশটিকে নিরস্ত্র ও নব্যনাৎসিমুক্ত করতে সেখানে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে তারা। কিন্তু বিনা প্ররোচনায় আগ্রাসন চালানোর জন্য রাশিয়া এ অজুহাত ব্যবহার করছে বলে অভিযোগ কিয়েভ ও তাদের মিত্র পশ্চিমা দেশগুলোর।

মস্কো তাদের নাগরিকদের জোরপূর্বক নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছে ইউক্রেন।

তবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলসহ কিছু যুদ্ধকবলিত এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার উদ্যোগ বারবার ভেস্তে যাচ্ছে। এ নিয়ে দুই পক্ষ পরস্পরকে দোষারোপ করে আসছে।

ল্যাভরভ জানান, যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইউক্রেন সংকট সমাধান করতে ‘সত্যিই’ আগ্রহী হলে তাদের কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করা উচিত।