Print Date & Time : 16 August 2025 Saturday 9:18 am

চলতি সপ্তাহে ছয় কোম্পানির পর্ষদ সভা

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে ছয় কোম্পানির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ও বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইএফআইসি ব্যাংক : কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আগামী ৬ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।

২০১৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ১০ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৫৭ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছিল ১০৫ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা।

দুই হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৬৩ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৬৭৩ কোটি ২২ লাখ টাকা।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট : কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আগামী চার এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

শাহজালাল ইসলামী ব্যাংক : কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আগামী ৫ এপ্রিল বুধবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। ২০১৫ সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এ সময় কোম্পানিটির ইপিএস হয়েছে এক টাকা ৭৯ পয়সা এবং এনএভি ১৬ টাকা ৭৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে এক টাকা দুই পয়সা ও ১৫ টাকা ৯৫ পয়সা। ওই সময়ে কর-পরবর্তী মুনাফা করেছিল ১৩১ কোটি ৮৫ লাখ ৪০ হাজার টাকা, আগের বছর মুনাফা করেছিল ৭৪ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা। ২০১৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা ৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ২০১৫ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আগামী ৪ এপ্রিল মঙ্গলবার বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি পূর্বঘোষিত তারিখ পরিবর্তন করে এই নতুন তারিখ ঘোষণা করেছে। ২০১৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ

ঘোষণা করেছে।

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা ৫ এপ্রিল বুধবার বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ২০১৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।