Print Date & Time : 31 August 2025 Sunday 6:30 pm

চলন্ত ফ্যান খুলে পড়ল এসএসসি পরীক্ষার্থীদের ওপর

প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষা শুরু হবার কয়েক মিনিট আগে পরীক্ষার খাতা দেওয়ার পরে পরীক্ষার হলে চলন্ত ফ্যান খুলে পড়েছে শিক্ষার্থীদের ওপরে। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তারা পরীক্ষা চলমান রেখেছেন। আহত তিন শিক্ষার্থী সদরের চিলগাছা দাখিল মাদরাসার শিক্ষার্থী।

রোববার (৭ মে) সকালে সাধারণ গণিত পরীক্ষায় শহরের হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম.এ মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতরা সদর উপজেলার চিলগাছা দাখিল মাদরাসার শিক্ষার্থী।

জানা যায়, পরীক্ষা শুরু হবার প্রায় ২০ মিনিট আগেই ৯:৪০ এর দিকে শ্রেণিকক্ষের একটা ফ্যান চলতে চলতে হঠাৎ খুলে পড়ে। এতে তিন পরীক্ষার্থী আহত হয়। ফ্যনটি পড়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এসে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তারা পরীক্ষা দেয়।

পরীক্ষা কেন্দ্রের সচিব ও আলোকদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদরাসার অধ্যক্ষ দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষা শুরু হবার ২০ মিনিটের সময় কেন্দ্রের ৬ নাম্বার কক্ষে ফ্যনটি চলতে চলতে হঠাৎ খুলে পড়ে। এতে তিন শিক্ষার্থী আহত হলেও সেটা গুরুতর না। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সুস্থভাবেই পরীক্ষা দিয়েছেন।

হাজী আহমাদ আলী আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম বলেন, ফ্যানটি প্রায় ৩ বছর আগে লাগানো হয়েছিল। চলতে চলতে হঠাৎ ফ্যানটি খুলে পড়ে যায়। এতে তিন শিক্ষার্থীর আঘাত লাগলেও গুরুতর নয়।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস.এম মনিরুজ্জামান বলেন, তিনজন শিক্ষার্থীর মধ্যে একজনের ডান হাতে, একজনের গালে ও আরেকজনের মাথায় একটু হালকা লেগেছে। তবে কেউই গুরুতর না। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই পরীক্ষা দিয়েছে।

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিচ্ছি।