Print Date & Time : 30 August 2025 Saturday 10:34 pm

চলন্ত বাসে ঢুকে গেল বিদ্যুতের খুঁটি

প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরে চলন্ত বাসের ভেতর বৈদ্যুতিক খুঁটি ঢুকে ১ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের গঙ্গাবর্দী এলাকায় ফরিদপুর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসযাত্রীর নাম নজরুল ইসলাম (৩৮)। তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের দ্রুতগতির একটি বাস বিপরীত দিক থেকে আসা জেআর পরিবহনের বাসকে সাইড দিতে গিয়ে ধাক্কা দেয়। এতে জেআর পরিবহনটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। অপরদিকে তালুকদার পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি তোলার ক্রেনের সঙ্গে লাগে। এ সময় বিশাল আকৃতির একটি বৈদ্যুতিক খুঁটি বাসটির ভেতর ঢুকে যায়। দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।’