বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

চলমান ঋণের সীমাতিরিক্ত পরিশোধ ছাড়া নবায়ন নয়

নিজস্ব প্রতিবেদক : চলমান ঋণ নবায়নের আগে সীমাতিরিক্ত অর্থ পরিশোধ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ঋণসীমার অতিরিক্ত অংশ শোধ না করে আর কোনোভাবে ঋণ নবায়ন করা যাবে না। বর্তমানে চলমান ঋণের সীমাতিরিক্ত অংশ সমন্বয় না করে নবায়ন করছে ব্যাংক। অনেক সময় বাড়তি অংশ পরিশোধ না করে আলাদা ঋণ সৃষ্টি করা হচ্ছে।

গত বুধবার এক সার্কুলারের মাধ্যমে এ বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক করেছে কেন্দ ীয় ব্যাংক। এখন থেকে চলমান ঋণের সীমাতিরিক্ত অংশ শোধ না করে অন্য কোনো উপায়ে নবায়ন করা যাবে না বলে জানিয়ে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, চলমান ঋণ পরিশোধ না করে নিয়মিত থাকার সংস্কৃতি শুরু হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, কোনো একটি ব্যবসায়ী গ্রুপ হয়তো ১ হাজার কোটি টাকার ঋণসীমা নিয়েছে। মূলত ব্যবসায়ী প্রয়োজনে নির্ধারিত সীমার মধ্যে তিনি পরিশোধ করবেন, ঋণ নেবেনÑএটা নিয়ম। বছর শেষে পুরো ঋণ সমন্বয় করবেন কিংবা নির্ধারিত সীমার আলোকে পরিশোধ করবেন। তবে বেশির ভাগ ব্যবসায়ী তা না করে বছর শেষে হয়তো সুদসহ ১ হাজার ২০০ কোটি টাকা দাঁড়িয়েছে।

তখন বর্ধিত অংশ আলাদা একটি ঋণে রূপান্তর করে পুরোটা নবায়ন করে নিচ্ছে। কিংবা ১ হাজার ২০০ কোটি টাকার নতুন সীমা অনুমোদন করিয়ে নিচ্ছে। ফলে এক টাকা না দিয়ে তার ঋণ নিয়মিত থাকল।

নির্দেশনায় বলা হয়েছে, চলমান ঋণ বিদ্যমান মেয়াদের মধ্যে নবায়ন করতে হবে। তবে ঋণের সীমাতিরিক্ত অংশ সমন্বয় ছাড়া নবায়ন করা যাবে না। চলমান ঋণের সীমাতিরিক্ত অংশ মূল ঋণ থেকে আলাদা করে নতুন ঋণ সৃষ্টি বা অন্য কোনো ঋণ হিসাবে স্থানান্তর করা যাবে না। সীমাতিরিক্ত অংশ পরিশোধ করতে হবে।