Print Date & Time : 27 August 2025 Wednesday 8:43 pm

চলে গেলেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ

শেয়ার বিজ ডেস্ক : চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। এক পোস্টে তিনি লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬:৪০-এ ইন্তেকাল করেছেন।”

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাবিলার আম্মা ও নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। অমি আরও লেখেন, “আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।”

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন গুলশান আরা আহমেদ। তবে তার স্বপ্ন ছিল রুপালি পর্দার অভিনেত্রী হওয়া। সেই স্বপ্ন থেকেই তার প্রথম চলচ্চিত্রে অভিনয়— প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ সিনেমায়।

শিল্পী গুলশান আরা আহমেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টিভি ও নাট্য অঙ্গনে।