Print Date & Time : 8 August 2025 Friday 3:13 am

চলে গেলেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদার

নিজস্ব প্রতিবেদক : প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। আজ সোমবার (০৮ মে, ২০২৩) স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে কলকাতায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮১ বছর বয়সী এই কালজয়ী কথাসাহিত্যিক।

দীর্ঘ দিন রোগভোগের পর আজ সোমবার বিকেলে বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি।

১৯৪২ সালের ১০ মার্চ উত্তরবঙ্গের জলপাইগুড়ির গয়েরকাটায় জন্ম নেন সমরেশ মজুমদারের। উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা-সহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক তিনি। ১৯৮৪ সালে সাহিত্যে আকাদেমি পুরস্কার লাভ করেন তিনি।