নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার অধ্যাপক ড. স্বপন কুমার বালা আর নেই। আজ বুধবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন ড. বালা। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী হলিক্রস কলেজের শিক্ষিকা। পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
ড. স্বপন কুমার বালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ছিলেন। ২০১৬ সালের ১৮ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র কমিশনার পদে নিয়োগ পান তিনি। চার বছর তিনি ওই পদে দায়িত্ব পালন করেন।
তার আগে ২০১৩ সালের ১৫ এপ্রিল তিন বছরের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. স্বপন কুমার বালা। তবে ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ রূপান্তরিত হওয়ার পর সিইও পদটি এমডি পদে রূপান্তরিত হলে তিনি ডিএসই’র এমডি হন।
ডিএসইতে যোগদানের আগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) কিছুদিন পার্ট টাইম ক্লাস নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। এছাড়াও তিনি পেশাদার হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন। সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার ড. স্বপন কুমার বালা ১৯ এপ্রিল ২০১৬ হতে ১৮ এপ্রিল ২০২০ তারিখ পর্যন্ত বিএসইসির কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পুঁজিবাজারের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর অবদান আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তাঁর মৃত্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছি।’
এছাড়াও ড. বালার মৃত্যুতে শোক জানিয়েছে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)। সংগঠনের সভাপতি হাসান ইমাম রুবেল এবং সাধারণ সম্পাদক মনির হোসেন এক বিবৃতিতে সংগঠনের পক্ষে শোক প্রকাশ করেন।